ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

দুটি বিদেশি পিস্তল সহ দুই জন আটক দারুস সালাম থানার-ওসি সিদ্দিকুর রহমান

সুমন খান
জুলাই ৯, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে গুলিভর্তি দুইটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ওয়াকার পারভেজ ওরফে জীবন ও মোঃ হাবিবুর রহমান।

অভিযানে নেতৃত্ব দেওয়া দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার দিবাগত রাত (৯ জুলাই ২০২৪ খ্রি.) ভোররাত চারটার দিকে শ্যামলী থেকে কল্যাণপুর আসার পথে কল্যাণপুর বাসস্ট্যান্ডের ফুট ওভার ব্রীজ সংলগ্ন হানিফ পরিবহন বাস কাউন্টারের সামনে দুইজন ব্যক্তির চালচলনে সন্দেহ হলে তাদের থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা না থেমে পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্স ও টহল টিমের সহায়তায় তাদের দুজনকে আটক করা হয়। আটক করা ওয়াকার পারভেজ ওরফে জীবনের শরীর তল্লাশি করে তার কোমরে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও হাবিবুর রহমানের শরীর তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি মুঠোফোন জব্দ করা হয়।

বিদেশি এই পিস্তলের উৎস সম্পর্কে ওসি দারুস সালাম থানা এই প্রতিবেদককে বলেন, গ্রেফতারকৃত দুইজন কুষ্টিয়া থেকে এ পিস্তল দুটি ঢাকায় নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।