কক্সবাজারের টেকনাফে পাহাড়ে বন বিভাগের কাজ করতে গিয়ে এক বনকর্মকর্তাসহ ১৭ জন শ্রমিক অপহরণের শিকার হয়েছে।
তারা সকলে পাহাড়ে আগাছা পরিষ্কার ও চারা রোপনের কাজে গিয়েছিলেন। অপহৃতদের মধ্যে বেশির ভাগ রোহিঙ্গা শ্রমিক বলে জানা যায়।
সোমবার ( ৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প ২৭ এর মোনাফ গার্ডেন নামক পাহাড়ে কাজ করার সময় এ অপহরণের শিকারের কবলে পড়ে শ্রমিকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. শেখ এহসান উদ্দিন ।
ইউএনও বলেন, টেকনাফের হ্নীলা জাদিমুড়া পাহাড়ে বনবিভাগের চারা রোপন ও আগাছা পরিষ্কার করতে গিয়ে ১৭ জন শ্রমিককে সেখান থেকে ১ দল ডাকাত অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে বনবিভাগ ও পুলিশ সহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান পরিচালনা করছেন।
অপহৃতদের মধ্যে আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম(২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১)
সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০) ও মাহাতা আমিন (১৮) এর নাম পাওয়া গেছে। এছাড়া বনকর্মীদের মধ্যে সাইফুল ইসলাম (২২),সৈয়দ (৫০) ও রফিক বলে জানান ইউএনও।
স্থানীয় রহিম উল্লাহ নামের ১ জন বলেন এ ভাবে পাহাড়ি ডাকাত দলের কাছে অপহরণের শিকার হলে আমাদের বিশেষ করে টেকনাফ বসবাসের অনুপযোগী হয়ে পড়বেন। তিনি আরও বলে টেকনাফে রোহিঙ্গা আসার পর থেকে যে হারে অপহরণ হচ্ছে এ গুলো যদি সরকার যথাযথ ব্যসস্থা না করে অচিরে টেকনাফের মানুষের চলাফেরা বন্ধ হয়ে যাবে। আমরা শঙ্কিত জীবন নিয়ে। এক দিকে পাশ্ববর্তী মিয়ানমারের আরকান রাজ্যে সংঘর্ষের গুলাগুলির শব্দের এ পারের ( বাংলাদেশের) মানুষ আতঙ্কে অন্য দিকে অপহরণ।