মেহেরপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর অভিযানে ৫ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম (৩৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), সকাল সাড়ে ৮ টার দিকে গাংনী উপজেলার বামুন্দী বাসস্ট্যান্ডের গোল চত্বর এলাকা থেকে মহিদুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিদুল মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের বরকত আলীর ছেলে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এনামুল হক এক প্রেস রিলিজে জানান, বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বামুন্দী বাসস্ট্যান্ডের গোল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় রক্ষিত স্কুল ব্যাগের মধ্য থেকে ৫ কেজি গাঁজা ও ব্যবহৃত ১ টি মোবাইল ফোন উদ্ধারসহ আসামী মহিদুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মহিদুল ও উদ্ধারকৃত আলামত আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।