লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের কমিটিকে কেন্দ্র করে দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার প্রতিবাদে এবং বিএনপির অস্তিত্ব রক্ষার স্বার্থে দু গ্রুপকে এক টেবিলে বসা ও সমন্বয় করে কমিটি করার আহবান জানিয়ে দলের নির্যাতিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
লাকসাম-মনোহরগঞ্জ বিএনপি তৃনমুলের নির্যাতিত নেতাকর্মীর ব্যানারে শনিবার বিকালে পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাস এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য এডভোকেট আরিফ হোসেন সৈকতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,যুবদলের নেতা সাখিব মজুমদার, জহিরুল ইসলাম শামীম, সাজ্জাদুর রহমান মানিক,আজাদুরজামান আজাদ,টিপু সুলতান, শাহীন হোসেন, ন,ফ,স কলেজ শাখার ছাত্রদের সভাপতি ইকরামুল হোসেন প্রমুখ।
বিক্ষোভ মিছিলে সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতারা বলেন, লাকসামে বিএনপির রাজনীতি দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।আর অন্য পক্ষের নেতৃত্বে আছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এম আনোয়ার উল আজিম। দীর্ঘদিন ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটি গঠন নিয়ে এ দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। তাদের গ্রুপিং কারণে দলের নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হচ্ছে। তারা আরও বলেন,আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক মিথ্যা হত্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দী বিএনপি নেতা সাইমুন রহমান রকি ভাইয়ের নির্দেশে লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের কমিটিকে কেন্দ্র করে দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার প্রতিবাদে এবং বিএনপির অস্তিত্ব রক্ষার স্বার্থে দু গ্রুপকে এক টেবিলে বসা ও সমন্বয় করে কমিটি করার আহবান জানান।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ ডিসেম্বর মঙ্গলবার
লাকসাম যুবদলের কমিটি গঠন ও প্রতিনিধি সভাকে কেন্দ্র করে দৌলতগঞ্জ বাজারে বিএনপির দুটি পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।