ঢাকাশনিবার, ১৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকাশনিবার, ১৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যকর শহর গ্রাম কর্মসূচি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

মোঃ শরিফুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে স্বাস্থ্যকর গ্রাম করি,শিশুদের ভবিষ্যৎ এগিয়ে রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম ( স্বাস্থ্যকর শহর গ্রাম) কর্মসূচি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪ইং) শহরে মিলায়তনে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর যৌথ উদ্যোগে এবং কানাডা সরকারের আর্থিক সহায়তায় গ্র্যান্ড চ্যালেঞ্জ কানাডার (GCC) মাধ্যমে পরিচালিত “হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (স্বাস্থ্যকর শহরে গ্রাম কর্মসূচী) লালমনিরহাট জেলার গ্রামীণ ও শহরতলির জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০২২ সাল থেকে কাজ করে আসছে। চার বছরব্যাপী (২০২২-২০২৬) এই প্রকল্পটি লালমনিরহাট সদর এবং আদিতমারী উপজেলায় মোট ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ১,৫৭,০০০ পরিবারের জন্য স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং নিরাপদ পানি ও স্যানিটেশনের সুযোগ বৃদ্ধি করে শিশুর খর্বকায় হ্রাসের লক্ষ্যে কাজ করে যাচ্ছে যার ফলে শিশুর খর্বকায় ৩০.৯০% থেকে ২৭.৮০% হ্রাস পেয়েছে।

শিশুদের পুষ্টি এবং মায়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা বৃদ্ধি। প্রতিবন্ধী শিশু ও পরিবারের জন্য স্বাস্থ্য ও পুষ্টিসেবার সুযোগ বৃদ্ধি। স্থানীয় উদ্যোক্তা এবং বাজার ব্যবস্থার উন্নয়ন। প্রাকৃতিক দুর্যোগ প্রভাব মোকাবেলায় লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি হেলদি ভিলেজ ইন আরবান প্রকল্পের মূল লক্ষ্য ছিল।

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, প্রজেক্ট ম্যানেজার মাসুদ রানা সঞ্চালনায়, উপস্থিত ছিলেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ডা.মিঠুন গুপ্ত, ওয়াস ভ্যালুচে ইন স্পেশালিস্ট আমিনুল ইসলাম মৃধা, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নিউটিশন এন্ড ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট ড. তোফায়েল মোহাম্মদ আলমগীর আজাদ, মিল স্পেশালিস্ট হাফিজুর রহমান সহ জেলায় সকল স্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।