ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

সকলকে সাথে নিয়ে বিএনপি উন্নয়ন ও শান্তির দেশ গড়বে: বিএনপি নেতা হেলাল

আজিজুল ইসলাম, খুলনা
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি উন্নয়ন ও শান্তির রাজনীতিতে দেশ গড়বে। সকলের সহযোগিতায় উন্নয়নশীল দেশ গড়ার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে।

যারা সন্ত্রাস, লুটপাট ও দখল বাজি করবে তার কখনো বিএনপি’র কর্মী হতে পারে না।বিএনপি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না।তিনি আরো বলেন, পলাতক আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা কখনোই করবেনা। ১৭ বছর আন্দোলন করে ফ্যাসিবাদকে বিদায় করেছে দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য। বিএনপির কোন কর্মী অনিয়ম এর সাথে জড়িত থাকলে তাকে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি জনগণের দল। তাই হিংসা বিদ্বেষ ভুলে সকলকে একসাথে মিলে আগামী নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান।গত সোমবার বিকালে রূপসার টিএসবি ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি আহবায়ক মো: মনিরুজ্জামান মন্টু। টিএসবি ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু,মোল্লা খায়রুল ইসলাম, শেখ আঃ রশিদ,এনামুল হক সজল, জিএম কামরুজ্জামান টুকু।

টিএসবি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আজিজুর রহমানের পরিচালনায় এসময় বক্তৃতা করেন খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক মোঃ আরিফুর রহমান আরিফ,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, থানা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল সাহা, এফ এম মনিরুল ইসলাম, বিএনপি নেতা বিকাশ মিত্র, শামীম হাসান, কালাম গোলদার, সাবেক যুবনেতা ইবাদুল হক রুবায়েত,ছাত্রনেতা পার্থ দেব মন্ডল, গোলাম মোস্তফা তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, মোল্লা রিয়াজুল ইসলাম,
মহিউদ্দীন মিন্টু, আব্দুল মালেক,দিদারুল ইসলাম,মিকাইল বিশ্বাস, খান আলিম হাসান, সৈয়দ নিয়ামত আলী, এইচএম কামরুল ইসলাম,মুন্না সরদার, জহিরুল হক শারাদ, যুব নেতা তরিকুল ইসলাম রিপন, ছাত্রনেতা আবু সাঈদসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।