চাঁদনী ঘাটে চলছে জুয়ার রম রমা ব্যবসা এ যেন কিছুতেই বন্ধ করা যাচ্ছে না প্রতিনিয়ত দক্ষিণ সুরমা থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান অব্যাহত রেখেছে মাঝেমধ্যে গ্রেফতার ও করছে গ্রেফতার করে কোটে চালান দেওয়ার পরে পরের দিনে জামিনে বেরিয়ে এসে আবারা তাদের জুয়ার ব্যবসা শুরু করে দেয়।
দেশের প্রচলিত আইনে জুয়ার ব্যপারে কঠিন কোন ব্যবস্থা না থাকার কারণে প্রশাসন ও যেন তাদের কাছে অসহায় ডি বি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে আজ বিকাল ৫:২০ ঘটিকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে চাঁদনী ঘাট জুয়ার বোর্ড থেকে ৫ জনকে গ্রেফতার করে।
এই জুয়ায় আসক্ত পনের বছরের ছেলে থেকে ষাট বছরের বৃদ্ধ পর্যন্ত এই তীর জুয়া খেলায় এসে যখন সব টাকা পয়সা হেরে যায় তখন তারা সমাজে নানা দরনের অপরাধ মূলক কাজের সাথে জড়িয়ে যায় এই তীর জুয়া বন্ধে সামাজিক ভাবে একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে ।