চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর-লালাপাড়ায় ৪০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে একটি ট্রাকে তল্লাশী চালিয়ে গাঁজাগুলো জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল লালাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে চেকপোস্ট বসায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে যাওয়া একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১) থামানোর সংকেত দেয়া হয়। ট্রাকটি থামানো হলেও লাফ দিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায় চালক ও চালকের সহকারী। পরে পুলিশ সদস্যরা তল্লাশী চালিয়ে ওই ট্রাক থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করে।
ওই অভিযানে ছিলেন- সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাথ, এসআই মোঃ সোহায়বুর রহমান, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ সামিউর রহমান ও এএসআই মোঃ আমিনুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।