ঢাকাবুধবার, ১৫ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকাবুধবার, ১৫ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক সহ ৪০ কেজি গাঁজা জব্দ

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৫ ২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর-লালাপাড়ায় ৪০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে একটি ট্রাকে তল্লাশী চালিয়ে গাঁজাগুলো জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল লালাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে চেকপোস্ট বসায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে যাওয়া একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১) থামানোর সংকেত দেয়া হয়। ট্রাকটি থামানো হলেও লাফ দিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায় চালক ও চালকের সহকারী। পরে পুলিশ সদস্যরা তল্লাশী চালিয়ে ওই ট্রাক থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করে।

ওই অভিযানে ছিলেন- সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাথ, এসআই মোঃ সোহায়বুর রহমান, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ সামিউর রহমান ও এএসআই মোঃ আমিনুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।