ঢাকাবুধবার, ১৫ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকাবুধবার, ১৫ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের পরিচালক নির্বাচিত হলেন সাংবাদিক রেজাউল করিম রেজা

Link Copied!

বাংলাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষার লক্ষ্যে গঠিত “সাংবাদিক নির্যাতন-প্রতিরোধু সেল বাংলাদেশ”-এর নতুন পরিচালক (ইউনিট প্রধান) নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক রেজাউল করিম রেজা। সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

সাংবাদিক রেজাউল করিম রেজা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন এবং পেশাগত জীবনে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও সাহসী সাংবাদিকতার জন্য তিনি সহকর্মীদের কাছে পরিচিত। সাংবাদিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বরাবরই তিনি সোচ্চার ছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, “সাংবাদিকরা গণতন্ত্র ও সমাজের দর্পণ। অথচ অনেক সময় সত্য ু কারণে নানা রকম নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। আমি এই সেলের মাধ্যমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ-এর নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, রেজাউল করিম রেজার নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হবে। তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের ওপর সংঘটিত যেকোনো নির্যাতন, হামলা বা হয়রানির ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ ও আইনি সহায়তা প্রদানে সেলটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।

প্রসঙ্গত, সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও ভীতিপ্রদর্শনের ঘটনা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রেখে আসছে। বিভিন্ন সময়ে আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়ানো, আইনগত সহায়তা প্রদান, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে গণমাধ্যম অঙ্গনে একটি আস্থার জায়গা তৈরি করেছে।

সাংবাদিক রেজাউল করিম রেজার নতুন দায়িত্ব গ্রহণকে সহকর্মী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা স্বাগত জানিয়েছেন। অনেকেই বিশ্বাস করেন, তার নেতৃত্বে সেলটি সাংবাদিক সমাজের জন্য আরও শক্তিশালী সুরক্ষা বলয় তৈরী করতে সক্ষম হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।