ঢাকাবুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকাবুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের ওয়ার্ড বয়দের লাগাম কি টানা যাবে

সিলেট বিভাগীয় পুরো প্রধান
ডিসেম্বর ১৬, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয়রা বড় বেপরোয়া সরকারি কোন ধরনের আদেশ নির্দেশ মানতে ওরা নারাজ টাকা পয়সা ছাড়া এদের দিয়ে কোনো কাজ করানো সম্ভব নয় অথচ রুগীদের সেবা করার জন্য সরকার এদের বেতন বনাস বাসা সহ যাবতীয় সুযোগ-সুবিধা দিয়ে রেখেছে।

সিলেটের এম এজি ওসমানী মেডিকেলের নামে অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন যাবত রোগীদের সাথে দুর্ব্যবহার রোগীদের স্বজনদের লাঞ্ছিত করা নানান ধরনের কেলেঙ্কারি অভিযুগে অভিযুক্ত সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল,

এসকল অনিয়ম তদন্তে গত(১০) সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হওয়া ঘন্টা ব্যাপীর অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ওয়াশরুম রোগীদের খাবার পরিবেশন স্থল ও প্যাথলজি বিভাগ ঘুরে দেখেন দুদক কর্মকর্তারা।

দুদকের অভিযান কালে প্রাথমিক তদন্তের ব্যাপক একাধিক ও নিয়ম ধরা পড়ে এর মধ্যে রয়েছে হাসপাতাল অপরিচ্ছন্ন পরিবেশ রোগীদের খাবার মেনুর চেয়ে কম দেওয়া হাসপাতালের ঔযধ বাইরে বিক্রি করা প্রয়োজনীয় ঔষধ রোগীদের না দেওয়া এবং অ্যাম্বুলেন্সে অতিরিক্ত জ্বালানি খরচ মাসে বাড়তি ১৮০০০/ টাকা করে নেওয়া

দুদক কর্মকর্তারা জানিয়েছেন অভিযানে পাওয়া এসব অনিয়মের রেকর্ড সংগ্রহ করা হয়েছে যাচাই-বাছাই শেষে করা হবে প্রয়োজনীয় সুপারিশ। দুদকের এই অভিযানের পরে হাসপাতালের বাহিরের পরিবেশ কিছু টা উন্নতি হলেও ওয়াড বয়েদের আচার আচরণের কোন উন্নতি হয়নি।

হাসপাতালের ওয়াড বয়দের ডিউটির একটা নিয়ম থাকে দশ দিন সকাল দশ দিন বিকাল দশ দিন নাইট কিন্তুু সিলেট এম এজি ওসমানী মেডিকেল হাসপাতালে দৃশ্য একটু ভিন্ন কিছু কিছু ওয়ার্ড বয়রা নিজেদের সুবিধামতো বছরের পর বছর মাসের পর মাস একই জায়গায় শুধু সকাল ডিউটি করে যাচ্ছে,

কে বা কারা এদের নিয়ম বহির্ভূত সুবিধা দিচ্ছে এসকল সুবিধাভোগী দের মধ্যে সবচেয়ে বেপরোয়া ফ্যসিস আওয়ামী লীগের তৈরি ward boy বয় আলাউদ্দিন সিন্ডিকেট এই আলাউদ্দিন স্বেচ্ছাসেবক লীগের আফতাবের অনুসারী ছিল ফ্যসিস আওয়ামীলীগ সরকারের আমলে পুরো মেডিকেল ক্যাম্পাসের ভিতরে ব্যাপক ওনিয়ম দুননীতি করে প্রচুর পয়সা কামিয়েছে ফ্যসিস আমলে কোন ডিউটি করে নাই।

হাসপাতালে এসে শুধু কোথায় কি টেন্ডার হচ্ছে টিকাদারের কাছ থেকে কি করে কমিশন নেওয়া যায় এই ধান্দাই করত ৫ আগস্ট ২০২৪ এ ফ্যসিস আওয়ামী লীগ পালানোর পরে নিজের বেশ পরিবর্তন করে এখন প্রচার করে বেড়াচ্ছে সে নিজে বিএনপি করে সে এখনও শুধু সকাল ডিউটি করে প্যাথলজিতে আর আবার নতুন করে একটি সিন্ডিকেট তৈরি করার চেষ্টা করছে এই ওয়ার্ড বয় আলাউদ্দিনের মত লোকের কারণেই আজ হাসপাতালের পরিবেশ রক্ষা করা যাচ্ছে না আলাউদ্দিন সহ তার সিন্ডিকেটের সকল সদস্যের বিরুদ্ধে অভিযোগের প্রশাসনিক তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হোক,

এবং পুরো হাসপাতালের ডিউটির রুটিন ঠিক মত হচ্ছে কিনা এক পক্ষ সুবিধা পাচ্ছে অন্যপক্ষ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কি না কারা ডিউটির সময় ও স্থান নির্ধারণ করে দেন এদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার কেন এক পক্ষ প্যাথলজি আউটডোরে ডিউটি করবে আর অন্য পক্ষ সব সময় ওয়ার্ডে ডিউটি করবে এটাতো বৈষম্য এরকম বৈষম্য তো এখন আর হতে দেওয়া যায় না প্যাথলজিতে যাওয়া গরীব রোগীদের সাথে দুর্ব্যবহারের প্রসঙ্গে জানতে চাইলে ওয়াড বয় আলাউদ্দিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নাই।

এক পক্ষ আয়া ওয়ার্ড বয়ের এর সাথে বৈষম্য হচ্ছে কিনা বিষয়টি জানতে ওয়াড মাস্টার নিজাম ও জীবন সাহবেকে whatsapp নাম্বারে যোগাযোগ করলে বলেন যিযয় টি দেখছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।