ঢাকাশনিবার, ২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
ঢাকাশনিবার, ২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত ভাড়া আদায় করায় সুপার সার্ভিসকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

admin
এপ্রিল ১৯, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঈদকে সামনে রেখে ঘড়মুখি বাস যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বাস থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ কে একসাথে উপভোগ করার জন্য জীবিকার কর্মস্থল থেকে ছুটি নিয়ে গ্রার্মের বাড়িতে মা-বাবা ভাই-বোন ও নাড়ির টানে বাড়ি ফিরের পথে বিভিন্ন পরিবহনযোগে। বুধবার ১৯ এপ্রিল দুপুরে শরীয়তপুর সুপার সার্ভিস একটি বাস ঢাকা থেকে শরীয়তপুরে আসা এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে যাত্রীদের কাছে নির্ধারিত ভাড়া চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০০০ টাকা এবং এক বাইকারকে ১০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। বাড়ি ফেরা ঈদ যাত্রীদের হয়রানি বন্ধ করতে সদর উপজেলার বাস স্ট্যান্ড এবং প্রেমতলা মোড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র গণমাধ্যমকে বলেন, রাস্তার দুই ধারে এবং বাসস্ট্যান্ডের যত্রতত্র বাস এবং অন্যান্য পরিবহন পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক করি। এবং নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন ঈদ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।