ঢাকাশনিবার, ২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
ঢাকাশনিবার, ২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা কলেজে একজন ছাড়া সবাই পাস

admin
এপ্রিল ১৬, ২০২৩ ৬:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ১ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে শুধু একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন৷ ১৮০ বছর বয়সী এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৪৭ জন শিক্ষার্থী৷

এইচএসসি পরীক্ষায় ভালো ফল করলেও ঢাকা কলেজে শিক্ষার্থীদের কোনো উচ্ছ্বাস বা প্রতিক্রিয়া দেখা যায়নি। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরাও ক্যাম্পাসে আসেননি৷ শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, অনলাইনে পরীক্ষার ফল পাওয়া আর করোনা পরিস্থিতির কারণে এমন হয়েছে৷

ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খন্দকার প্রথম আলোকে কলেজের এইচএসসির ফলাফলের অনুলিপি দিয়েছেন৷ এতে দেখা গেছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিন শাখা থেকে ঢাকা কলেজের ১ হাজার ১৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন৷ তাঁদের মধ্যে একজন ছাড়া সবাই উত্তীর্ণ হয়েছেন৷ ১ হাজার ১৪৭ জন পেয়েছেন জিপিএ-৫৷

এর মধ্যে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ ৯১৭ জনের সবাই জিপিএ-৫ পেয়েছেন। মানবিক শাখা থেকে ১২১ জন উত্তীর্ণ হয়েছেন৷ তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন৷ অন্যদিকে ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ ১২৪ জনের মধ্যে ১১৮ জন জিপিএ-৫ পেয়েছেন৷

আজ রোববার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা কলেজ ক্যাম্পাসে এইচএসসির ফলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কোনো উচ্ছ্বাস বা প্রতিক্রিয়া দেখা যায়নি৷ এ সময় ফলপ্রার্থী কোনো শিক্ষার্থীকেও দেখা যায়নি ক্যাম্পাসে। এ কারণে ক্যাম্পাস কার্যত ফাঁকাই ছিল৷ ভর্তি ও পরীক্ষাসংক্রান্ত কাজে উচ্চমাধ্যমিক, স্নাতক-স্নাতকোত্তরের কিছু শিক্ষার্থীকে ক্যাম্পাসে দেখা গেছে৷

ঢাকা কলেজের কর্মচারী মো. বাবুলের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এখন কলেজের স্বাভাবিক কার্যক্রম বন্ধ আছে৷ তা ছাড়া এখন অনলাইনেই এইচএসসির ফলাফল পাওয়া যায়৷ তাই আজ ক্যাম্পাস ফাঁকা৷’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।