অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি আবদুল হামিদকে বিদায় ও নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ অনুষ্ঠানে অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে বঙ্গভবনের প্রধান ফটক দিয়ে তার গাড়িবহর প্রবেশ করেছে।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই মেয়াদে টানা ১০ বছর দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়ে যাচ্ছেন আজ। দায়িত্ব হস্তান্তরের পর বঙ্গভবন ছেড়ে আবদুল হামিদ উঠবেন রাজধানীর নিকুঞ্জের ৬ লেক ড্রাইভ রোডের তার নিজের বাড়িতে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।