জাজিরা সময় অনলাইন ডেস্ক
শরীয়তপুরের গোসাইরহাটে সাইয়েদ মাস্টারের ঘরের পেছন থেকে চারটি ব্যাগে ২৪টি তাজা হাত বোমা উদ্ধার করেছে গোসাইরহাট থানা পুলিশ।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে স্থানীয়দের তথ্য অনুযায়ী ২৪ টি হাত বোমা উদ্ধার করা হয়।
গোসাইরহাট থানার নাগেরপাড়া দক্ষিণ বড় কাঁচনা গ্রামের সাইয়েদ মাস্টারের ঘরের পেছন থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার এ বিষয়ে জাজিরা সময়কে জানান, পরিত্যক্ত অবস্থায় ২৪টি হাত বোমা উদ্ধার করেছেন তারা। এবং এ বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন।
তিনি বলেন, বিকেলে আমরা জানতে পারি ওই বাড়ির পেছনে বোমা পড়ে আছে। স্থানীয়রা সেখানে ছিলেন। পরে বিকেল ৫টার দিকে পুলিশ গিয়ে ২৪টি তাজা বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এগুলো এখন থানায় আছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।