কেশবপুরে আলতাপোল গ্রামে মাছের ঘেরের পানিতে ডুবে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সূত্রে জানা গেছে কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকায় ফতেমাতুজ্জোরা (রাঃ) মহিলা কওমী মাদ্রাসার ছাত্র জিহাদ হোসেন মীর (৬) গতকাল মঙ্গলবার সকালে মৎস্য ঘেরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এঘটনায় এলাকাবাসীরা বলেন ঐ মাদ্রাসার পরিচালক মাওলানা আইয়ুব হোসাইন শিশু জিহাদকে শংকার পালের মৎসঘেরর পানিতে তার ব্যাবহৃীত বিছানা ধৌত করার জন্য পাঠায়। কিন্তু অবুঝ শিশুটি বিছানা ধৌত করার সময়ে পা ফিছলে ঘেরের পানিতে পড়ে যায়।
আইয়ুব হোসাইন শিশু জিহাদকে অনেক সময়ে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুজি করে অবশেষে বিছানা ধৌত করতে যাওয়া মাছের ঘেরের পানিতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। শিশু টির মৃত্যু সংবাদ পেয়ে মৃত্যু শিশু টিকে নিয়ে তার পিতা-মাতাসহ স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে ।