ঢাকাবৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
ঢাকাবৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারী এক্সপ্রেস” চালু হচ্ছে আগামী ৪ জুন

Link Copied!

বাংলাদেশ রেলওয়ে আগামী ৪ জুন থেকে নীলফামারী – ঢাকা রুটে নতুন ট্রেন চালু করতে যাচ্ছে। উত্তরের জেলা নীলফামারীর সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত নতুন এ ট্রেনটি চলাচল করবে সপ্তাহে ছয় দিন। নতুন ট্রেনটির প্রস্তাবিত নাম “নীলফামারী এক্সপ্রেস”। ২০০৭ সালে সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যে আন্তঃনগর “নীলসাগর এক্সপ্রেস” চলাচল শুরু করে । এরপর রেলপথ সংস্কার করে ডুয়েল গেজ করার পরে ওই ট্রেনটির গন্তব্য নীলফামারী থেকে চিলাহাটি পর্যন্ত হয়। “নীলসাগর এক্সপ্রেস” চালু হওয়ার পরে উত্তরবঙ্গের একাধিক রুটে একাধিক ট্রেন চালু করা হলেও চিলাহাটি-ঢাকা রুটে বর্তমানে একটি মাত্র ট্রেন “নীলসাগর এক্সপ্রেস” চলাচল করছে। আগামী ৪ জুন থেকে এক জোড়া ট্রেন চলাচল করবে এই রুটে। রেলওয়ে সূত্রে জানা যায়, নতুন ট্রেনটি চিলাহাটি থেকে ছাড়বে সকাল ৬ টায়, ঢাকায় পৌঁছাবে বিকেল ৩ টা ১০ মিনিটে। এছাড়াও ঢাকা থেকে বিকেল সোয়া ৪ টায় ছেড়ে আসা ট্রেনটি চিলাহাটিতে পৌঁছাবে রাত পৌনে ২ টায়। জানা গেছে, ট্রেনটিতে এসি সিট, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণির আসন ব্যবস্থা থাকবে। চিলাহাটী থেকে ছেড়ে আসা “নীলফামারী এক্সপ্রেস” ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে । শনিবার ছাড়া সপ্তাহের ছয় দিনই এই রুটে চলাচল করবে “নীলফামারী এক্সপ্রেস” ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।