আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার সারা দেশের ন্যায় মণিরামপুর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মণিরামপুর উপজেলা আওয়ামী যুব লীগের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মণিরামপুর পৌরসভার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক চিন্মায় মজুমদার, কাউন্সিলর কামরুজ্জামান কামরুল,স,ম, আলাউদ্দিন,
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কাউন্সিলর বাবুবাল চৌধুরী, কাউন্সিলর আইয়ুব পাটোয়ারী, আব্দুল কুদ্দুস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম টিপু সুলতান,
সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।