ঢাকাশনিবার, ২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
ঢাকাশনিবার, ২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জের মেধাবী ছাত্রী লামিয়াকে উপজেলা প্রশাসনের কৃতিত্বপূর্ন সংবর্ধনা প্রদান।

মোঃ নাজমুল মোরেলগঞ্জ বাগেরহাট
মে ২০, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জের মেধাবী ছাত্রী আয়েশা সিদ্দিকা লামিয়াকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতিত্বপূর্ন সংবর্ধনা প্রদান করা হয়েছে ।গতো ১৮ মে বৃহস্পতিবার,উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়।লামিয়া মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ও মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী।তিনি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ১ লাখ পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় ১৮৯তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির চান্স পাওয়ায় কৃতিত্বপূর্ন এ সংবর্ধনা প্রদান করেছে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন।এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,মহিলা ভাইস চেয়ারম্যান,ফাহিমা ছাবুল,মোরেলগঞ্জ থানা অফিসার ইন-চার্জ সাইদুর রহমানসহ অন্যান্য প্রমূখ। এসময় মেধাবী লামিয়াকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা জানানো হয়।এর আগে লামিয়া খুলনা শহরের বয়রা সরকারি মহিলা কলেজ পরীক্ষার কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৮০ মার্ক পেয়ে ঢাকা মেডিকেল ভর্তি পরিক্ষার মেধা তালিকায় মোট ২৮০ স্কোর অর্জন করেন।পারিবারিক সুত্রে জানা যায়,অদম্য মেধাবী এই শিক্ষার্থী মোরেলগঞ্জে এইচ এস সি পরীক্ষায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ ও মোরেলগঞ্জে সর্বোচ্চ নাম্বার পেয়ে উপজেলায় প্রথম স্থান অধিকার করেছিলেন,এবং মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন-এ প্লাস ও বৃত্তি পান তিনি।তাছাড়াও স্কুলের সকল প্রতিযোগিতা, অনুষ্ঠান, গার্লস গাইড সবকিছুতেই তার সফল্য রয়েছে বলেও জানান তার পিতা শফিকুল ইসলাম।তিনি আরও বলেন ছোটবেলা থেকেই লামিয়ার স্বপ্ন ডাক্তার হয়ে সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর।আল্লাহ লামিয়ার স্বপ্ন পূরণ করেছেন বলে শুকরিয়া আদায় করেন।,এই বিষয়ে মেধাবী শিক্ষার্থী লামিয়া জানান, আমার মা-বাবার প্রবল ইচ্ছা ছিল মেডিকেলের ডাক্তার হওয়ার।এছাড়াও আল্লাহর অশেষ রহমত এবং বাবা-মায়ের দোয়ায় এতদূর আসতে পেরেছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই।এছাড়াও মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করে তিনি আরও বলেন, কিছু কিছু সাফল্য একজন মেধাবী শিক্ষার্থীকে যেমন পুলকিত করে, তেমনি পরিবারের সদস্যদের তার প্রতি স্নেহ ভালোবাসা মমতা বেড়ে যায় বহুগুনে আমাকে এমন সংবর্ধনা দেয়ায় আমার পরিবার ও আমি কৃতঙ্গতা প্রকাশ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।