বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত কালে যুক্তরাষ্ট্রে প্রবাসী আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেন।
গত ২ মে ভার্জিনিয়ার রিটজ কার্লটন হোটেলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে প্রবাসী আওয়ামী লীগের
সাংগঠনিক সকল কর্মকান্ড বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক শফিকুল আজম আজাদ, সহ সভাপতি শহীদুল ইসলাম জয়, মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সর্বজিত দাস তূর্য, যুগ্মসাধারণ সম্পাদক আজহার উদ্দিন আজিম, যুবলীগের কামরুল হাসান, আব্দুল্লাহ শাওন মোহাম্মদ জুয়েল, অনিক চৌধুরী, আরিফ ও মিকাইল ইসলাম প্রমুখ৷
ছবিঃ যুক্তরাষ্ট্রে প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ