নিলুফা রহমান নামে গৃহবধূ সহ তার মেয়ে কে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে গত ৩০/০৫/২০২৩ ইং তারিখে তাঁর দেবর আবদুল মালেক (৪০) পিতাঃ মৃত সিরাজুল ইসলাম।
ঘটনাটি ঘটে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বাতাখলি পশ্চিমগাঁও গ্রামে। বসত বাড়ির ছোট ছোট গাছ ও জায়গায় জমি নিয়ে।
এই বিষয়ে ভুক্তভোগী নীলুফা রহমান জানান,গত ২০১৮ সালে আমার স্বামী মৃত্যুর পরে, মালেক আমাকে বিয়ের প্রস্তাব দেয়, আমি বিয়ের প্রস্তাব মেনে না নেওয়ার কারণে, আমার মুঠোফোনে বিভিন্ন অপ্রীতিকর ছবি ও ভিডিও পাঠায় এবং আমার সম্মান হানি করার চেষ্টা করে, এই বিষয়ে আমি মালেক স্ত্রীকে জানাই, তার পর থেকে মালেক আমার প্রতি আরও ক্ষিপ্ত হয়ে যায়। আমি নিরুপায় হয়ে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি অবগত করি এ বিষয়ে দফায় দফায় কয়েকটি বৈঠক হয়। তারপরও সে ক্ষ্যান্ত হয়নি।
বর্তমানে আমি আমার বসতঘরের ভিতরে কাজ চলাকালীন অবস্থায়, আমার বসত ঘরের ভিতরের কাজ বন্ধ করে দেয় আবদুল মালেক, এই মালেক খুটির জোর কোথায়, আমি দেশবাসী কাছে জানতে চাই।
আমি নীলুফা রহমান, আবদুল মালেকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, আমি লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ করতে বাধ্য হলাম।
এবিষয়ে নীলুফা রহমান স্থানীয় প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন এবং সুষ্ঠু তদন্ত সাক্ষেপে এই মালেকের বিচার চান বলে বাংলাদেশ পাবলিক টিভি কে জানান।