ঢাকাশনিবার, ২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
ঢাকাশনিবার, ২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

লালপুর উপজেলা আ’লীগ কার্যালয় ২ ভাগে বিভক্ত,সভাপতির প্রতিবাদ বিজ্ঞপ্তি,আমন্ত্রিতরা অনুপস্থিত

Link Copied!

নাটোরের লালপুরে দলীয় কোন্দলের জেরে লালপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ২ ভাগে বিভক্ত হয়ে গেছে।শুক্রবার(২৬ মে-২৩) সন্ধ্যায় উপজেলার গোপালপুরে উপজেলা আওয়ামী লীগের আরও একটি কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর এর উদ্যোগে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এই কার্যালয়ের উদ্বোধন শুভ করেন।
লালপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান ও সাবেক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমানে লালপুর উপজেলা আওয়ামী লীগ চার ভাগে বিভক্ত।প্রায় ৭ বছর পর গত বছর লালপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের অনুসারী তৎকালীন সভাপতি আফতাব হোসেনকে আবারও সভাপতি করা হয়।আগের সাধারণ সম্পাদক ইসহাক আলীকে বাদ দিয়ে শামীম আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়।শামীম আহমেদ জেলার বর্তমান সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারী।ফলে শুরু থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বৈরী সম্পর্ক তৈরি হয়।দলীয় কর্মসূচিতে তাঁদের একসঙ্গে দেখা যায় না। লালপুরে উপজেলা আওয়ামীর লীগের কার্যালয় থাকলেও সেখানে সাধারণ সম্পাদক ও তাঁর অনুসারীরা বসেন না। সভাপতি আফতাব হোসেন ঝুলফু ওই কার্যালয় নিয়ন্ত্রণ করেন বলে জানা গেছে।
এমনই প্রেক্ষাপটে শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গোপালপুরে উপজেলা আওয়ামী লীগের নতুন একটি কার্যালয়ের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শুধু সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের অনুসারীদের উপস্থিত থাকতে দেখা গেছে।
কিন্তু আমন্ত্রণ পত্রে বিশেষ অতিথি হিসেবে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল,সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর নাম উল্লেখ থাকলেও তাঁরা কেউ-ই ঐ অনুষ্ঠানে যোগ দেননি।
এদিকে বৃহস্পতিবার(২৫ মে-২৩)রাতে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে তিনি লেখেন,২০ বছর ধরে লালপুর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।এ ব্যাপারে কারও কোনো আপত্তি না থাকা সত্ত্বেও উপজেলা আওয়ামী লীগের জন্য আলাদা কার্যালয় খুলে বিভক্তি ডেকে আনা হচ্ছে।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন,জেলা আওয়ামী লীগের পরামর্শ মোতাবেক নতুন কার্যালয় স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে।এতে সভাপতি সম্মতি দেননি। কারণ, লালপুরের কার্যালয়টি তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি গোপালপুরে উপজেলা সদরে দলীয় কার্যক্রমে অংশ নেন না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থাকলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সহজ হয়। তাই এখানে স্মার্ট কার্যালয় উদ্বোধন করা হলো। এতে সভাপতি সহ কারও কারও আপত্তি থাকতে পারে। তবে ভবিষ্যতে সমন্বয় করে নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।