শেরপুরে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী মৎসজীবি লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আওয়ামী মৎসজীবি লীগ নকলা উপজেলা শাখা আলোচনা সভার আয়োজন করে।
২২ মে সোমবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা শাখা কার্যালয়ে ওই সভা হয়।
মৎস্যজীবি লীগ উপজেলা শাখা ওই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন।
বক্তব্য দেন আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ফকির প্রমুখ।
সভায় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মৎস্যজীবি লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।