ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

রবিউল ইসলাম
মে ১৬, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

ডিপ্লোমা ইন সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ না মানার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৬ মে) সকালে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “নার্সিং এমন একটি পেশা, যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকা-ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ পেশার সঙ্গে সম্পৃক্ত দক্ষ এবং উৎকৃষ্টরূপে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত। কিন্তু সম্প্রতি গৃহীত একটি সিদ্ধান্ত বর্তমান নার্সিং সম্প্রদায়ে এক তুমুল মানসিক ক্ষোভের উদ্বেগ ঘটিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে আমরা দেখতে পাই, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করা শিক্ষার্থী যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং যারা ৩-৪ বছরের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স করার পর শুধু ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করে; তাদের তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমমান করা হয়েছে, যা যোগ্যতা অনুসারে বিচার করলে চাক্ষুষ পক্ষপাত দৃশ্যমান।
মানববন্ধন থেকে এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়; একই সঙ্গে ৬ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো- অবিলম্বে কারিগরিমুক্ত নার্সিং ব্যবস্থা চালু, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান চাই, প্রফেশনাল বিসিএস প্রদান, শিক্ষা উপবৃত্তি বৃদ্ধি করণ ও ইন্টার্ন ভাতা নিশ্চিতকরণ, সরকারি নার্সিংয়ে ছেলে কোটা ১০% থেকে ২০% এ এবং বেসরকারি নার্সিং এ ২০% থেকে ৩০% উন্নতিকরণ ও ছেলেদের আসাবিক হলের ব্যবস্থা করা। অবিলম্বে এই ৬ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান শিক্ষার্থীরা।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আরফান আলী, শিক্ষার্থী রুবেল ইসলাম সহ জেলার নার্সিং এ অধ্যয়নরত প্রায় হাজারো শিক্ষার্থী।
উল্লেখ্য , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও শিক্ষা, পরিবার কল্যান বিভাগ, নার্সিং শিক্ষা শাখার গত ২ মে/২০২৩ তারিখের এক স্বারক নং এর প্রজ্ঞাপন মূলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে এস,এস,সি পাশের পর ৩/৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি সম্পন্নকারীদের শুধুমাত্র ৬ মাসের ক্লিনিক্যাল প্রাক্টিস সম্পূর্ণ করে এইচ,এস,সি পাশের ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী কোর্সের সমতুল্য করা মোটেও যৌক্তিক নয় বলে দাবি ঠাকুরগাঁওয়ে নার্সিং এ অধ্যয়নরত শিক্ষার্থীদের। এরই প্রতিবাদে তারা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গড়ে তুলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।