পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাধঘাট সংলগ্ন রুপালি ফিলিং স্টেশন এর সামনে ইট বোঝাইকৃত ট্রলি ও ১৩ জন যাত্রীসহ মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকাল আনুমানিক ৪ টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইট বোঝাইকৃত ট্রলিটি দ্রুত গতিতে মহাসড়কের রং সাইড দিয়ে ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য কোন সিগন্যাল না দিয়ে প্রবেশ করতে গেলে এ ঘটনা ঘটে। সংঘর্ষ হওয়া মাত্রই ট্রলি চালক ও হেলপার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তারা আরও জানান, ট্রলিটিতে বোঝাইকৃত ইট থাকায় মাইক্রোবাসটির ব্যাপক ক্ষতি হয়ছে। তবে মাইক্রোবাসে থাকা ১৩ জন যাত্রীর মধ্যে ৩ জন গুরুতর আহত হয়েছে। পরে আহতদের দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, ইটবোঝাই ট্রলি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় মাইক্রোবাসের ২/৩ জন যাত্রী কিছুটা আহত হয়েছে,ঘটনাস্থলে পুলিশ রয়েছে।