কুড়িগ্রামের উলিপুরে (৪০০)শত পিস ইয়াবাসহ সরবেশ মন্ডল (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর এলাকার আরফান মন্ডলের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার (২ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাইফুল্লাহ’র নেতৃত্বে সংগীয় ফোর্স প্রত্যন্ত চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মাহমুদ হারানগাটু গ্রামের মুদি দোকানের পূর্বে ফাঁকা জায়গা থেকে ৪’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সরবেশ মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।