ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়নে উপ -নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী উমাকান্ত ভৌমিক মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদপ্রার্থী গত রবিবার ১৮ জুন দুপুরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর,সহ সভাপতি বাবু নগেন কুমার পাল, উপজেলা আ” লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান, আব্দুল কাইয়ুম পুষ্প, মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, আ’লীগ সহ-সভাপতি আবদুল জলিল , আনোয়ার হোসেন,আমজাদ আলী । এছাড়া উপস্থিত ছিলেন
জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য আনিসুজ্জামান শান্ত। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক দেব দাস, হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুব্রত ভৌমিক মিলন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রেজা । এসময় প্রায় ৫ শতাধিক ভোটার সমর্থকদের উপস্থিতি ছিলো ।
উল্লেখ যে ২৪ তারিখে চেয়ারম্যান পাভেল তালুকদারের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
আগামী ১৭ ই জুলাই আমগাঁও ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ভোট গ্রহনের দিন ধার্য করে নির্বাচন কমিশন।