বাগেরহাটের মোল্লারহাট সরকার পুকুরপাড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত।
১ জুন বৃহস্পতিবার বিকাল ৫ টায় খুলনা গামী মোটরসাইকেল চালক দ্রত গতি থাকায় নিয়ন্ত্রণ না করতে পেরে সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে আহত হয়। অতঃপর মহাসড়কের পথচারীরা আহত অজ্ঞাত মোটরসাইকেল চালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক অজ্ঞাত ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসায় শেষে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন মোল্লারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, আমারা দূর্ঘটনার সাংবাদ পেয়ে ঘটনা স্থানে এসে ডিসকাভার ১০০ সিসি মটরসাইকেল টি জব্দ করা হয়েছে এবং অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।