পটুয়াখালীর মহিপুরে এক কেজি ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
সোমবার (১৯ জুন) ভোর ৪টায় পুরান মহিপুর শেখ জামাল সেতুর টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে তল্লাশি চালিয়ে রাসেল (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করে মহিপুর থানা পুলিশ।
জানা যায়, আটক মো. রাসেল কলাপাড়া থানার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়ার আবুল হোসেনের ছেলে।
এ বিষয় মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস খান বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।