আজ ০৫ জুন বিকালে “প্লাস্টিক দূষণের সমাধান” এই প্রতিপাদ্য নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে আজ চাঁপাইনবাবগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট কলেজে সেলিনা বেগম এর সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব এডভোকেট সাইফুল ইসলাম ও অবস্থানপত্র পাঠ করেন প্রভাষক মোসাঃ তোহমিনা খাতুন, বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে আলোচনা করেন প্রভাষক আবু তৌফিক মোহাম্মদ মামিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও উক্ত কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি বীথিকা বাড়ৈ, বালুগ্রাম আর্দশ কলেজের সাবেক উপাধ্যক্ষষ্য ও সদস্য (সনাক) ন.স.ম. মাহবুবুর রহমান মিন্টু । অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি সেলিনা বেগম পরে কুইজের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।