ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন ঈদ হোক আনন্দের ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সকলেরই মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পটুয়াখালী পৌর এলাকা বাসীর অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২:৩০ মিনিট এর সময় অসহায় ও দুস্থ পরিবারে সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক ও সম্পাদক জনাব রিয়াজ উদ্দিন মৃধা সভাপতি পটুয়াখালী জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা। এ সময় তিনি সকলের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
এ সময় তিনি আরো বলেন ভবিষ্যতেও মানুষের সাথে মানুষের পাশে থাকতে চান এবং তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এছাড়াও তিনি বলেন দক্ষিন অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ও ধন্যবাদ জানিয়েছেন। মোঃ রিয়াজ উদ্দিন মৃধা।