বগুড়ায় আলাদা অভিযানে ১০ গ্রাম হেরোইন এবং ৬৫ বোতল ফেন্সিডিলসহ চার জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
২ জুন (শুক্রবার) রাত ১০.১৫ ঘটিকায় সদর ও শাজাহানপুর উপজেলায় আলাদা অভিযানকালে শাজাহানপুরের দাড়িকামারীর মৃত ছফের উদ্দিনের ছেলে সাইদুজ্জামান ওরফে সাঈদী আলম (৪০), একই উপজেলার সাবরুল এলাকার মুনছুর রহমানের ছেলে আতিক (২৬), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পিরোজপুর মধ্যপাড়ার মৃত সেতাব উদ্দিনের ছেলে মোমিনুল ইসলাম (২৮) এবং একই উপজেলার উপরচকপাড়ার বেনজির আলীর ছেলে রিপন আলী (২৪) কে আটকা করা হয়।
৩ জুন (শনিবার) বিকাল ৩.৩০ ঘটিকায় ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শুক্রবার রাত সোয়া ১০ টায় সদরের সাতমাথা টু রানার প্লাজাগামী রাস্তা থেকে ৬৫ বোতল ফেন্সিডিলসহ মোমিনুল ও রিপন আলীকে আটক করা হয়। অন্যদিকে, ডিবির অপর একটি টিম শাজাহানপুরের বয়রাদীঘি রাস্তার মাথা থেকে ১০ গ্রাম হেরোইনসহ সাইদুজ্জাম ও আতিককে আটক করে।
বগুড়া জেলা গোয়েন্দা বিভাগের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, আসামিদের বিরুদ্ধে সদর ও শাজাহানপুর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত আসামিদের মধ্যে এর আগেও সাইদুজ্জামানের বিরুদ্ধে ৮ টি এবং আতিক এর বিরুদ্ধে ১ টি মামলা রয়েছে বলেও জানান তিনি।