রূপগঞ্জে সোলাইমান নামের এক বালু ব্যবসায়ীর জবাইকৃত লাশ তার বাড়ির পাশের থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে আটটায় কাঞ্চন পৌরসভা কালাদী এলাকায়। জানা যায় সোলাইমান মিয়া (৫৭) কালাদী এলাকার মৃত আলীর ছেলে।
এলাকাবাসী আরো জানায় সোলাইমান মিয়া দীর্ঘদিন যাবত এলাকায় বালু ব্যবসাসহ জমিজমা বিক্রি করে আসছিলো।
পুর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় ফোন করে এই ব্যবসায়ীকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে এবং লাশটি তার বাড়ির পাশেই ফেলে পালিয়ে যায়।
পরে রাত ৯ টার দিকে এলাকাবাসী সোলাইমানের জবাইকৃত লাশ রাস্তার পাশে দেখতে পেয়ে সোলাইমানের বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায় উদ্ধারকৃত সোলাইমান মিয়ার লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
হত্যার সাথে জড়িত অপরাধীদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।