বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের হাত,পা নিজেই বেঁধে গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।গতো শুক্রবার রাত ৯টার দিকে পাতা-বাড়িয়া গ্রামের প্রবাসি আল আমিন খানের ছেলে মুন্না খান(১৯)গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।এসময় ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মুন্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।প্রথমে আত্মহত্যাটি পরিকল্পিত খুন মনে হলেও পরে সেই আত্মহত্যার দৃশ্য করাত কলের মধ্যে বসানো সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়।পরে সিসি ক্যামেরা ফুটেজ দেখে মৃত্যুর রহস্যের বিষয়ে নিশ্চিত হয় পুলিশ।সেখানে থাকা সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখা যায় মুন্না একাকী নিজের হাত, পা নিজেই বেঁধে গলায় ফাঁস লাগিয়ে করাত কলের মধ্যে আড়ার সাথে ঝুলে পড়তে।এ বিষয়ে মুন্নার মা মঞ্জু বেগম বলেন, মুন্না নেশাগ্রস্ত ছিল। সে শিউলি বেগমের করাত কলে চাকুরী করতো। গতকাল সন্ধ্যার দিকে সে (মায়ের কাছে) কিছু টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় আত্মহত্যা করেছে।থানার ওসি মোঃ. সাইদুর বলেন, মুন্নার আত্মহত্যার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তাই এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার বেলা ৮টার দিকে তার মরদেহের পোস্ট মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।