রাঙামাটির রাজস্থলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭জুন) সকাল ১০টায় রাজস্থলী উপজেলা পরিষদ টাউন হল সন্মুখে দলীয় পতাকা মধ্যে দিয়ে ত্রি বার্ষিক সস্মেলন উদ্বোধন করেন ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজস্থলী উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এর সঞ্চালনায় করেন উপজেলা শাখা জয়নাল তালুকদার।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান।
এসময় বিশেষ অতিথি অংসুইপ্রু চৌধুরী জেলা পরিষদ চেয়ারম্যান দপ্তর সম্পাদক রফিক তালুকদার কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান মোঃ মফিজুল হক জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা সাধারণ সম্পাদক পুচিমং মারমা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা জেলা স্বেচ্ছাসেবকলীগ জেলা সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা। আরো উপস্থিত আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা নেত্রী সহ সাধারণ জনগণবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম পরিলক্ষিত না হলেও সম্মেলন প্রস্তুত কমিটি মাত্র কয়েক মাসে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের গতিশীলতা এনেছে তারা অবশ্যই প্রশংসার দাবীদার।
প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন, আওয়ামীলীগের অঙ্গসংগঠনের পাশাপাশি স্বেচ্ছা সেবকলীগ মূল সংগঠন মত তৃনমুল পর্যায়ের শক্তি শালী গড়ে উঠছে। আগামী নিবার্চনের স্বেচ্ছা সেবকলীগ মাঠে ঘাটে যথেষ্ট ভূমিকা রাখবে। পাশাপাশি জননেত্রী প্রধান মন্ত্রী শেখহাসিনা সরকার আমলে পাহাড়ের রাস্তা ঘাট স্কুল কলেজ মসজিদ গীর্জা মন্দির যথেষ্ট উন্নয়ন করেছে। এসরকার কে বিরোধী বিএনপি দলীয় পার্টি জামাত শিবির দলীয় স্বরযন্ত্রকারী বিরোধে রুখে দাড়ানো আহবান জানান। সবাই আগামী নির্বাচনে ঐক্য ভাবে কাঁধে কাধ মিলে জননেত্রী শেখহাসিনা সরকারকে নৌকা মার্কা ভোট দিয়ে বিজয়ী পূনরায় প্রধান মন্ত্রী দেখতে চাই।