যশোরের শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম (২৮) ও আব্দুল মান্নান (২০) নামে দুই মাদক কারবারিকে ফেন্সিডিলও গাঁজা সহ
আটক করেছে ডিবি পুলিশ। রবিবার (১৮ জুন) রাতে ওই দুই জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার ডিহি ছুরি পাড়া গ্রামের মোঃ হজরত শিকদারের ছেলে তরিকুল ইসলাম (২৮) ও বেনাপোল পোর্ট থানার কলেজ পাড়ার মোঃ আলমগীর হোসেনের ছেলে আব্দুল মান্নান (২০)।
ডিবির অফিসে সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে শার্শা ও বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে ১ কেজি মাদকদ্রব্য গাঁজা, ও আব্দুল মান্নানকে ১৭ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক করে।
জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৮১,০০০ হাজার টাকা।
এ বিষয়ে যশোর গোয়েন্দা শাখা ডিবির এএস’আই নিরমল কুমার ঘোষ, ও এস’আই মোঃ শানিনুর রহমান বাদী হয়ে দুই (২) থানায় একটি করে এজাহার দায়ের করেছেন।