বাগেরহাটের পূর্ব সুন্দরবনের অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ দুই বনদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যমতে সুন্দরবনের অভ্যন্তর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার কে এম আরিফুল হক।
তিনি জানান গতকাল গভীর রাতে সুন্দরবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই বনদস্যুকে আটক করে পুলিশ।
এসময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পাথুরিয়া নদীর পূর্বপাড়ে গভীর বন থেকে তিনটি একনালা বন্দুক, ১০ রাউন্ড গুলি, দুটি দা, ১টি হাতুড়ি, বাজি ফুটানোর যন্ত্র ও একটি ছাতা উদ্ধার করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।