যশোরের বেনাপোলে ১৫ কেজি গাঁজাসহ দুই পাচারকারী আটক হয়েছে।
শুক্রবার(২রা জুন) বিকেল পাঁচটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা বেনাপোল বাহাদুরপুর বাওর ভেরি বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য সহ তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, বেনাপোল ধান্যখোলা গ্রামের মৃত নজরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুল ইসলাম (৩১) ও বাহাদুরপুর ঈদগাহপাড়া এলাকার মৃত আবুবক্কারের ছেলে জসীম উদ্দিন (৩২)। জব্দকৃত এসব মাদকদ্রব্য বাজার মূল্য ৬ লাখ টাকা।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আটককৃতরা ভারত থেকে এসব মাদকদ্রব্য বেনাপোল বাহাদুরপুর এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করাচ্ছে। বিকাল পাঁচটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই শেখ আবু হাসান, এএসআই আজাহারুল ইসলাম, এএসআই আমিরুল ইসলাম, এএসআই নাজমুল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিমকে সেখানে পাঠালে বেনাপোল বাহাদুরপুর মেদের মাঠে বাওর ভেরি বাঁধের উপরে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে।