গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় আয়োজিত উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম নিজে উপস্থিত থেকে জেলা ও উপজেলার ১০টি সাংবাদিক সংগঠনের ২০৭ জন গণমাধ্যম কর্মীদের হাতে ঈদ উপহার তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে পোলাও’র চাল, সেমাই, চিনি, গুড়া দুধ, সয়াবিন তেল, নুডুলস, মাংসের মশলা, হালিম মিক্সড।
এ সময় গোপালগঞ্জের এনডিসি মো. আল-ইয়াসা রহমান তাপাদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফ হোসেন, রন্টি পোদ্দারসহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।