চাঁপাইনবাবগঞ্জে চার কেজি হেরোইনসহ সাবেরা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছেন চাঁপাইনবাবগঞ্জ র়্যাব ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃত সাবেরা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের সুজনপাড়া গ্রামের মহবুলের স্ত্রী।
রবিবার বিকালে তাকে শাজাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুজনপাড়া এলাকা থেকে আটক করা হয়।
সোমবার (৩১ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। র়্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্ক্যাম্পের র়্যাব কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চার কেজি হেরোইনসহ সাবেরা বেগমকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনববগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে বলেও জানায় র়্যাব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।