ফেনী ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসার শিকার এক প্রসূতি ঢাকায় স্থানান্তরের পাঁচদিনের মাথায় সোমবার সন্ধ্যায় মারা গেছেন। মৃত প্রসূতির নাম রাহেলা আক্তার।তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানা যায়, মৃত রাহেনা ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের প্রবাসী জিয়া উদ্দিন পলাশের স্ত্রী। সন্তান প্রসবের আশায় রাহেলা বৃহস্পতিবার সকালে ফেনী ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হন। দুপুর ১২টায় ‘সিজার’র মাধ্যমে ছেলেসন্তান প্রসব করেন। অস্ত্রোপচার করেন চিকিৎসক আফরোজা আক্তার। কিন্তু প্রসূতির রক্তক্ষরণ বন্ধ করায় যায়নি। বিকাল ৩টায় অন্য চিকিৎসকের পরামর্শে তার জরায়ু কেটে বাদ দেওয়া হয়। এতে রোগীর অবস্থার ক্রমশ অবনতি ঘটে। বৃহস্পতিবার রাত ১২টায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবারই ডায়াবেটিস হাসপাতালের কর্মচারীদের সঙ্গে রাহেলার স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, ফেনী শহরের দাউদপুর লেকের পাশে রেজিস্ট্রেশনবিহীন আল মদিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় সম্প্রতি ওসমান গনি নামে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার রেশ না কাটতেই ডায়াবেটিস ভুল চিকিৎসার মাশুল গুণলেন প্রসূতি রাহেলা আক্তার।