চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১২ জুলাই রাতে চিলমারী থানাধীন রমনা ঘাট এলাকা থেকে নাগেশ্বরী থানার মোমিন পাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি আশরাফুল আলম প্রধান (২৮), বিদ্যুৎ পাড়ার আবু হানিফ (২৪) ও ফুলবাড়ী থানার অনন্ত পুরের মোহাম্মদ ময়েন মিয়া(৩৬) দের ০৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।