হবিগঞ্জের মাধবপুরে দুই সন্তানের জননী মানসুরা বেগম( ২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
সোমবার (২৪জুলাই) সকালে পুকুরের পানিতে মানসুরা কে ভাসতে দেখে স্হানীয়রা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কাশিমনগর পুলিশ ফাড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছে। এস আই আব্দুর কাদের জানান,মানসুরা উপজেলার হবিবপুর গ্রামের কামরুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী।তিনি মৃগী রোগী ছিলেন। তার পরিবারের অভিযোগ স্বামী মানসুরাকে হত্যা করে পুকুরে ফেলে রেখে দিয়েছে। মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত )আতিকুর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।