পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে মামুন (৩৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই বাসের চালকের সহকারী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।
সোমবার (১০ জুলাই) দুপুরে কুয়াকাটা-কলাপাড়া মহাড়কের মোহাম্মপুরে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস উল্টে খাদে, চালকের সহকারী নিহত নিহত মামুন দুমকী উপজেলার লেবুখালী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বাসটি দ্রুতগতিতে চলায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি একাধিক যাত্রী ও স্থানীয়দের।
পুলিশ জানায়, ‘আল্লাহর রহমত’ নামের বাসটি বেলা ১১টার দিকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। মোহাম্মদপুর এলাকায় পৌঁছালে অটোরিকশা ও মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারী মামুনের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, ঘটনার পর থেকে চালক পলাতক। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।