শেরপুরের নকলায় বজ্রপাতে লিজান বেগম (২৮) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
৪ জুলাই মঙলবার দুপুরে চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামে ওই ঘটনা ঘটে।
লিজান চরভাবনা গ্রামের খোকা মিয়া মেয়ে।
পারিবারিক সূত্র জানায় দুপুরের দিকে বাড়ির পাশের খেতে কাঁচামরিচ তুলছিল লিজান। ওই সময় গুড়িগুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হলে লিজান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন জানান লিজানের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।