নওগাঁর বদলগাছীতে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামি হলেন উপজেলার কোলা ইউনিয়নের কয়াভবানী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ জিল্লুর রহমান।
রবিবার (২ জুলাই) থানায় প্রেস ব্রিফিং এ ওসি মো.আতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৯.৪৫ মিনিটে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের মোঃ জিল্লুর রহমান এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় অভিযান কালে তার বাড়িতে চালের ড্রামের ভিতর এবং মাটির গর্তে লুকিয়ে রাখা প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমান (৪৩) কে আটক করা হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আতিয়ার রহমান প্রেস ব্রিফিংয়ে আরও জানান, একটি চাউলের ড্রাম সহ মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার সহ আসামি কে আটক করি। ২০১৮ইং সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামি কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।