ঢাকাশনিবার, ২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
ঢাকাশনিবার, ২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি উপহারের ট্যাব চুরি ?

তানোর(রাজশাহী)প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৩ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীর তানোরে সরকারি উপহারের ট্যাব চুরির অভিযোগ উঠেছে। এখবর ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ-অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। জানা গেছে,গত ৭ জুলাই সোমবার সকালে উপজেলার সরনজাই উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সুমন রেজার ট্যাব হারানোর ঘটনা ঘটে ঘটেছে । স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও প্রাইভেট শিক্ষক মোস্তাফিজুর রহমানের শৈথিল্যতার কারণে ট্যাব চুরির ঘটনা ঘটেছে বলে মনে করছে অভিভাবক মহল।
এদিকে ঘটনার দিন বিকেলে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সুমন রেজার পিতা রেজাউল ইসলাম তানোর থানায় জিডি করেছেন। কিন্ত্ত জিডি করার প্রায় ১৩ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি ট্যাব। এতে ওই ছাত্র এবং তার পরিবার চরম হতাশা প্রকাশ করেছেন।
অন্যদিকে থানায় করা জিডিতে বলা হয়েছে, গত ১৭ জুলাই সোমবার উপজেলার সরনজাই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির কক্ষ থেকে সরকারের দেয়া ট্যাব ব্র্যান্ড Walton মডেল walpad অপারেটিং সিস্টেম : এন্ডুয়েড আই এমই নম্বর 353612753243539, 353612753243547 মূল্য ১৭ হাজার টাকা, ব্যাটারি (মি.এম্প) : 5000 র‍্যাম,4GB,রম; 64GB। বর্নিত ট্যাবটি সরনজাই উচ্চ বিদ্যালয়ের নমব শ্রেণির কক্ষ থেকে অজান্তে হারিয়ে যায়। ছাত্র সুমন রেজার পিতা রেজাউল ইসলাম বলেন, আমার ছেলে নবম শ্রেণিতে পড়ে। তার রোল নম্বর এক। স্কুল থেকে তার ট্যাব হারিয়ে যাচ্ছে কারো মাথা ব্যথা নাই।শিক্ষার্থীরা জানান, মোস্তাফিজুর স্যার ভোকেশনাল শাখার গণিত বিভাগের শিক্ষক। কিন্তু তার প্রাইভেট পড়তে বাধ্য সকলে। যে শিক্ষার্থী পড়বে না তাকে নানা ভাবে হয়রানি ও পরীক্ষায় ফেল করানোর ভয় দেখানো হয়।
স্থানীয়রা বলেন, শিক্ষককে কেনো প্রাইভেট পড়াতে হবে। শিক্ষকেরা তো প্রাইভেট পড়াতেই পারবে না। সরকার যে বেতন দিচ্ছে তাতে প্রাইভেট না পড়িয়ে বাড়তি ক্লাস নেয়া দরকার। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, তাদের ফেল করানোর ভয় দেখিয়ে মোস্তাফিজুর স্যার জোর করে তাদের প্রাইভেট পড়তে বাধ্য করছে। তারা বলেন, হেড স্যারকে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। এবিষয়ে জানতে চাইলে
প্রাইভেট পড়ানো সরনজাই ভোকেশনাল স্কুলের গণিত বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, প্রাইভেট পড়া অবস্থায় ট্যাব হারায়নি। সুমন নিজ বাড়িতে হারিয়ে অন্যের দোষ দিচ্ছেন। এবিষয়ে সরনজাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বলেন, স্কুলের কোন কক্ষে হারায়নি। স্কুলের পার্শেই হাজী আজমত উল্লার মার্কেটের ঘরে প্রাইভেট পড়ায় মোস্তাফিজুর, সেখানেই সুমনের ট্যাব হারিয়েছে। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি প্রথম দিকে জানতে পারিনি। পরে জানতে পেরে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ বলেন, ট্যাবটি স্কুলের সামনে থেকে হারিয়েছে,বিভিন্নভাবে উদ্ধারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।