অদ্য ইং ০৮/০৮/২৩ তারিখ বিকাল ৩:৪৫- ৫:৪০ ঘটিকা সময় পর্যন্ত টুঙ্গিপাড়া থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ জনাব এস এম কামরুজ্জামান এর নেতৃত্বে টু্ঙ্গিপাড়া পৌরসভার একাংশ, পাটগাতি ইউনিয়ন ও বর্নি ইউনিয়নের একাংশে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষার্থে এক মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত মহড়া অনুষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের ৩ নং গেট থেকে শুরু হয়ে পাটগাতি বাজার_ গওহরডাঙ্গা _শ্রীরাম কান্দি_ দক্ষিণ বাঁসুরিয়া_ বোরহানের দোকান_ সিঙ্গিপাড়া বাজার_মল্লিকের মাঠ_গিমাডাঙ্গা আজিম বাজার _ গিমাডাঙ্গা নতুন বাজার হয়ে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এর মাঝে সিঙ্গিপাড়া বাজার, গিমাডাঙ্গা নতুন বাজার ও টুঙ্গিপাড়া বাসষ্ট্যান্ডে টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ জনাব এস এম কামরুজ্জামান স্থানীয় লোকজনের উদ্দেশ্য বলেন, “এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আইন শৃঙ্খলা রক্ষার্থে থানা পুলিশ বদ্ধ পরিকর রয়েছে। এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলছে ও এই অভিযান চলমান থাকবে। মাদককারবারি ও জুয়াড়ীদের তথ্য দিতে এলাকার লোকজনের সহযোগিতায় কামনা করেন এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে মর্মে প্রত্যায়ন করেন। এছাড়া এলাকায় বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ ও ইভটিজারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।” অফিসার ইনচার্জ আরও জানান যে, এ ধরনের মহড়া চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন টু্ঙ্গিপাড়া থানা পুলিশ পরিদর্শক জনাব আহম্মেদ আলী বিশ্বাস, সেকেন্ড অফিসার জনাব মোঃ ওবায়দুর রহমান সহ টু্ঙ্গিপাড়া থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ।