চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ বিপিএম এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম এর তত্ত্বাবধানে- বাঁশখালী থানার এসআই(নি:)/ আহসান হাবীব সঙ্গীয় ফোর্সসহ গতকাল ১৬ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউপিস্থ প্রেমবাজার হইতে অনুমান ৭০০ গজ দক্ষিনে ফুটখালী ব্রীজের দক্ষিণে পেকুয়া বাঁশখালী আঞ্চলিক সড়ক মেসার্স জান্নাত এগ্রো ফার্মের এর সামনে পাকা রাস্তার উপর হতে গ্রেফতার হয়- ১। মোঃ নুরুন্নবী প্র: নুরু (২০), পিতা-আ: রহিম, মাতা-মনোয়ারা বেগম, সাং-হ্নীলা সিকদার পাড়া রশিদের বাড়ী, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ২। মোঃ হাসান (৩৫), পিতা-মৃত আহাম্মদ মিয়া, মাতা-নুর নাহার, সাং-উত্তর রেঙ্গর বিল ৪নং ওয়ার্ড, টেকনাফ সদর, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজ’কে ৪০০০(চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এ বিষয়ে বাঁশখালী থানার মামলা নং-২৪, তারিখ-১৭ আগস্ট ২০২৩খ্রি:, ধারা-৩৬(১) সারণির ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দিন পিপিএম বলেন, দেশ ও জাতির স্বার্থে এ অভিযান অব্যাহত থাকিবে।