বান্দরবানে বিষপান করে মারুফ হোসেন (২৫) নামে এক পর্যটকের আত্মহত্যা করেছে। নিহত যুবক ঢাকা গাজীপুরে সদর এলাকার বাসিন্দা।
রবিবার (২৭ আগষ্ট) দুপুরে বান্দরবান পর্যটন এলাকার নীলাচলে সুইং এন্ড থ্রিল থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। পরে ফায়ার সাভির্স ৩শত ফুট খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীলাচলে নীলাম্বরী রিসোর্টের তার রুমে একটি চিরকুট দেখতে পান। অনেক খোজাখুজি করে না পেলে প্রশাসনকে অবহিত করেন। পরে দ্রুত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলাবাহিনী এসে অনেক খোজাখুজি পর তার মরদেহ উদ্ধার করা হয়।
নীলাম্বরী রিসোর্ট ম্যানেজার সাইদুল ইসলাম বলেন, গতকাল বিকালে নীলাচলে এসে সেই পর্যটক একটি রুমভাড়া নেন। আজ সকালে সকালে রিসোর্টে বয় নাস্তা দিতে গেলে রুমে তালাবদ্ধ দেখতে পান। কয়েক ঘন্টা পর রুমে তালা খুলে ভিতরে দেখেন একটি চিরকুট পড়ে আছে। পরে প্রশাসনকে জানানো হয়।
নীলাম্বরী রিসোর্ট পাশ্ববর্তী রুমে কুষ্টিয়া মেহেরপুর ঘুরতে আসা রকিবুল বলেন, গতকাল রাতে তার রুমে থেকে টিভি শব্দ শুনেছি। এবং বাইরে একটি মাত্র জুতা দেখতে পেয়েছি।
বান্দরবান ফায়ার সার্ভিস উপ- পরিচালক পুনচন্দ্র মুৎসুদ্দী বলেন, নীলাচলের ৩শত ফুট খাদ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবে লাশের মুখে ফেনা ও বিষের গন্ধ পাওয়া গেছে। তবে তার মৃত্যু কারণ পুলিশ সনাক্ত করবে বলে জানান এই কর্মকর্তা।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজীমী বলেন, কয়েক ঘন্টা পর ৩শত ফুট খাদ থেকে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করেছে। আত্মহত্যা নাকি হত্যার ঘটনা সেটি ময়নাতদন্তের শেষে বিস্তারিত বলা যাবে।
তিনি আরো বলেন, তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল ” মরদেহ খুজে পাওয়া গেলে এইখানে কবর দিবেন। আমার থাকা৷ ব্যবহৃত মোবাইল বিক্রি করে কাফনের কাপর কিনে যেন কবর দেওয়া হয়”।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।