‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেতা চাষী আলম। এতে হাবু চরিত্রে অভিনয় করেছেন তিনি। অবশেষে আজ তাঁর গায়েহলুদ হয়ে গেল। চাষী আলম জানান, শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান হবে।
এর আগে চাষী আলম বলেন, ‘পারিবারিক ভাবেই আমাদের বিয়ে হচ্ছে। বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে। একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মধ্যে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।’
নতুন জীবন শুরু হতে যাচ্ছে, কেমন লাগছে?—জানতে চাইলে চাষী বলেন, ‘কই, তেমন কোনো কিছু মনে হচ্ছে না। আমি এখনো কোনো কিছুই বুঝতে পারছি না। গায়েহলুদ অনুষ্ঠান নিয়ে বাসায় সবাই হইচই আনন্দ-ফুর্তি করছে, কিন্তু আমি আমার মতো আছি।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।